| |
               

মূল পাতা সারাদেশ জেলা ইসলামপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ


ইসলামপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ


ওসমান হারুনী     02 November, 2022     01:15 PM    


জামালপুরের ইসলামপুর উপজেলার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৫০০ দুস্থ পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। প্রতিটি ফুড প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ, চিনি, মুড়ি, ওয়াশিং পাউডার, বিউটি সোপসহ ২২ কেজির বিভিন্ন উপকরণ ছিলো।

ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান রুমানের সভাপতিত্বে মঙ্গলবার (০১ নভেম্বর) গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খাঁন দুলাল এমপি। প্রধান আলোচক হিসেবে সংস্থার কার্যক্রম তুলে ধরেন দোস্ত এইডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, "নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ইসলামপুরের দুস্থদের উন্নয়নে দোস্ত এইড সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিরাপদ পানি সরবরাহের লক্ষে টিউবওয়েল, অযুখানা ও সাবমার্সিবল স্থাপন, খাদ্য সামগ্রী বিতরণ, প্রতিবন্ধী পূণর্বাসন, বেকারত্ব দূরীকরণে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে"। তিনি দোস্ত এইডের সার্বিক সফলতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান রুমান বলেন, গ্রামীণ হতদরিদ্রদের কল্যাণে দোস্ত এইড অন্যতম ভূমিকা পালন করছে। দোস্ত এইডের স্বেচ্ছাসেবামূলক কাজে উপজেলা প্রশাসন সর্বদা সহযোগিতা করবে।

প্রধান আলোচকের বক্তব্যে দোস্ত এইডের চেয়ারম্যান সংস্থার সেবামূলক কাজে সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, ভলেন্টিয়ারসহ সকলের সহযোগিতা কামনা করেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং চিনাডুলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, ইসলামপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন, দোস্ত এইডের একাউন্টস এন্ড এডমিন অফিসার কহিনুর আলম সুমন, অপারেশন ম্যানেজার জহুরুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দোস্ত এইডের প্রোজেক্ট ম্যানেজার এম.এ.কায়েস।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ময়মনসিংহ জামালপুর ইসলামপুর